দাউদকান্দিতে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উদযাপিত

‘সভায় মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে ২৬ মার্চ-১ এপ্রিল ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ যথাযথভাবে উদযাপিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মহান স¦াধীনতা দিবস ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপি দাউদকান্দি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাসহ ভিবিন্ন স্কুল-মাদরাসায় মতবিনিময়, আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, পথসভা, পথযাত্রা, শপথ পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও  দাউদকান্দি উপজেলা দুপ্রক-এর সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা দুপ্রক-এর সভাপতি রোটারিয়ান অধ্যাপক মোঃ নূরুল গণি। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক কবি মো. আলী আশরাফ খান, সদস্য মোঃ জিয়াউর রহমান, রোটারিয়ান মোঃ ছমির আলম, রিনা আক্তার প্রমুখ। পরে উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ, মানববন্ধন, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অন্ঠুানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপÍ করেন।
২৯ মার্চ রোববার বিটিশ্বর এস.আর আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রোটারিয়ান মোঃ শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ে এক আলোচনা সভা,  মানববন্ধন ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. আলী আশরাফ খান। বিশেষ অতিথি ছিলেন, মর্নিং সান কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজকর্মী উৎপলেন্দু দাস, উপজেলা দুপ্রক-এর সদস্য রোটারিয়ান মোঃ জিয়াউর রহমান, মোঃ ছমির আলম। অনুষ্ঠান উপস্থাপনা করেন, উক্ত স্কুলের সহকারী শিক্ষক মোঃ দুলাল ভূঁইয়া।
৩০ মার্চ রোববার সকালে উপজেলার বরকোটা বেইনহাট মর্নিং সান কিন্ডার গার্টেনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও একটি র‌্যালি প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অনুকূল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক কবি কলামিস্ট মো. আলী আশরাফ খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুপ্রক-এর সদস্য রোটারিয়ান মোঃ জিয়াউর রহমান, মর্নিং সান কিন্ডার গার্টেনের পরিচালক ও সমাজকর্মী উৎপলেন্দু দাস, রোটারিয়ান মোঃ ছমির আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সেলিম চৌধুরী, জোৎ¯œা আক্তার ও মোঃ আল-আমিন প্রমুখ।
৩০ মার্চ দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসনিক কর্মকতাদের সাথে উপজেলা হল রুমে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক কবি আলী আশরাফ খানের উপস্থাপনায়  এবং সভাপতি রোটারিয়ান অধ্যাপক নূরুল গণির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, উপজেলা শিক্ষা মৎস্য সম্প্রসারণ কর্মকতা মোঃ আমিনুল হক মিয়াজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বিল্লাল হোসেন মজুমদার, ভয়েজার ইংলিশ মিডিয়াস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সুমন সরকার, রোটারিয়ান জিয়াউর রহমান, মোঃ ছমির আলম, সাংবাদিক মোঃ সেলিম আহমেদ প্রমুখ।
৩১ মার্চ দাউদকান্দির গৌরীপুরে হাবিবুল্লাহ প্লাজার নিচ তলায় উপজেলা দুপ্রক-এর সভাপতি অধ্যাপক মোঃ নূরুল গনির সভাপতিত্বে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক ও রোটারি ক্লাব অব দাউদকান্দির চার্টার সেক্রেটারী কবি আলী আশরাফ খানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারিয়ান ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারিয়ান জওহর লাল বনিক, রোটারিয়ান রতন চন্দ্র দেবনাথ, খন্দকার আবুল খায়ের, মোঃ সাজেদুল আলম, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আনিছুর রহমান, সমাজকর্মী কামরুল হাসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান মোঃ শাহীন মুন্সী, রোটারিয়ান ডা. মাসুদ পারভেজ, রোটারিয়ান ডা. আনিছুর রহমান, রোটারিয়ান আশিকুর রহমান, রোটারিয়ান শওকত হোসেন প্রমুখ।
১এপ্রিল অর্থাৎ ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’র শেষ দিন সকালে দাউদকান্দির আল-হেরা একাডেমিতে এক র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আল-হেরা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির ঊক্তব্য রাখেন উপজেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিত্যিক মো.আলী আশরাফ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জওহর লাল বনিক, উপজেলা দুপ্রক-এর সদস্য মাহবুবুর রহমান ও মোঃ জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন আল-হেরা একাডেমির শিক্ষক সাদেকুর রহমান সুজন, সমাজসেবী কামরুল হাসান ও আসাদুজ্জামান সুকেন প্রমুখ। সভা উপস্থাপনা করেন, আল-হেরা একাডেমির শিক্ষক নজরুল ইসলাম মৃধা।
উল্লেখ্য যে উপজেলার ভিবিন্ন স্কুল-মাদরাসায় ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ ও ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’, শিরোনামে বিভাগভিত্তিক সপ্তাহব্যাপি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিদের মধ্যে ১ম, ২য় ও তয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!