জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে রিট

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে রিট 1প্রতিদিন ডেস্ক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিটে রাজনৈতিক দল হিসেবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে’র নিবন্ধন না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়।

রিট আবেদনে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে’ রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন করার কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও চাওয়া হয়েছে।

এছাড়া রিটে দলটির রেজিস্ট্রেশন না দিয়ে নির্বাচন কমিশনের গত ১১ জুন দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে মর্মেও রুল চাওয়া হয়েছে।

আগামী ১৪ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!