চট্টগ্রাম বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২০ ট্রাক জিপি শিট আটক : জরিমানা আদায়

শুল্ক ফাঁকির অভিযোগে ২০ ট্রাক কোটেড/ প্লেটেড জিঙ্ক (জিপি শিট) আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ।

13529106_1073526652735718_6757807869679278633_n

বৃহস্পতিবার রাতে এসব শিট কম শুল্কে খালাসের প্রাক্কালে চট্টগ্রাম বন্দরের ১ নং গেটের বাইরে থেকে আটক হয়।

13494929_1073526656069051_6216862469352495626_n

 

 

মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারককে ফাঁকিকৃত শুল্ক করাদি ও ৮ লাখ টাকার ব্যক্তিতগত জরিমানা করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফ13528304_1073526726069044_8798545339068748694_oতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, পণ্যের আমদানিকারক ‘জে অ্যান্ড জেড স্টিল ল কোম্পানি লি.’ বিল অব এন্ট্রি সি ৫৭৩৮৭৩, ১২/০৫/২০১৬ এর মাধ্যমে পণ্য ছাড়ের ঘোষণা দেন।
আমদানিকারকের সিএন্ডএফ এজেন্ট রুমানা এন্টারপ্রাইজ। পণ্যের ঘোষিত পরিমাণ ৪৮৩ মে. টন।
ঘোষণা অনুযায়ী পণ্যটি সেকেন্ডারি কোয়ালিটি হিসেবে ঘোষণা দেয়া হয়। শুল্ক গোয়েন্দা কায়িক পরীক্ষায় এই পণ্য চালান প্রাইম কোয়ালিটি হিসেবে পাওয়া যায়। এতে কোয়ালিটিতে মিথ্যা ঘোষণার কারণে প্রায় ২৪ লাখ টাকা রাজস্ব হানির আশঙ্কা ছিল। 13522056_1073526762735707_4899559978765973336_n
এখানে উল্লখ্য প্রতি টনে প্রাইম কোয়ালিটিতে এই পণ্যের মূল্য ধরা হয় ৭০০ মার্কিন ডলার । কিন্তু সেকেন্ডারিত মূল্য ৪৭০ মার্কিন ডলার।
এই মূল্য তারতম্যের কারণে শুল্ক ফাঁকি হয়েছিল ২৪ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা এ বিষয়ে কাস্টমস মামলা দায়ের করলে অতিরিক্ত শুল্ক ও জরিমানা আদায় করে ছাড় দেয়া হয়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!