এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার রাত সোয়া ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানা এসআই ত্রি রতন অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।Wife-of-babul-akter-killed-e1465108927447

পুলিশ সুপার বাবুল আক্তারের ব্যাচমেট ও নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হত্যাকান্ডটি সংঘঠিত হওয়ার ৩০ ঘণ্টা অতিবাহিত হলে এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করেনি পুলিশ। তবে হত্যাকান্ডে ব্যবহৃত সেই মোটরসাইকেলটি উদ্ধারের দাবি জানিয়েছেন আইনশৃংখলা বাহিনী।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!