এসপির স্ত্রী হত্যায় সাবেক শিবিরকর্মী গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার নগর পুলিশে10494833_266707720196086_2771236965147430344_nর অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান আজ ভোরে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রাম থেকে সাবেক এ শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতার নাম আবু নছর ওরফে গুন্নু (৪৫) বলে জানিয়ে দেবদাস ভট্টাচার্য বলেন, আবু নসরের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তিনি সীতাকুণ্ডে শিবিরের সাবেক নেতা ছিলেন।

তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। বছর পাঁচেক আগে দেশে ফেরেন তিনি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণসহ তিনটি মামলা রয়েছে। তাঁর নির্দিষ্ট কোনো পেশার তথ্য পাওয়া যায়নি। তবে তিনি নিজেকে আড়ালে রাখতে একটি মাজারের খাদেমের পরিচয় দিতেন।13327582_1161978533866243_1337915121321397213_n

আবু নছরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবদাস ভট্টাচার্য বলেন, এ হত্যাকান্ডে তিনি সরাসরি জড়িত না থাকলেও হত্যায় সরাসরি অংশ নেওয়া মোটরসাইকেলের তিন আরোহীকে সহায়তা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

রবিবার সকাল ৬ টা ৩৩ মিনিটে নগরীর ও আর নিজাম রোডে এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আকতার মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ওই এলাকার একটি ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে খুন করে মোটর সাইকেলে তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়।

 

একই দিন রাতে পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে এই মোটর সাইকেলটি উদ্ধারের পর পুলিশ নিশ্চিত করে, এটিই খুনিরা ব্যবহার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে এবং হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!