আলীবাবাসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৪১ লাখ টাকা জরিমানা

সোমবার ১ এপ্রিল র‌্যাবের নির্বাহী ম্যজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর বিমানবন্দর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) অভিযান চালানো হয়। বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে বিএডিসি হিমাগারে পহেলা বৈশাখের জন্য রাখা মেয়াদোত্তীর্ণ ১১০ মণ মিষ্টি ও ৩৪৫ মণ মাংস জব্দ করে র‌্যাব। অভিযানে উপস্থিত ছিলেন,প্রাণীসম্পদ অধিদপ্তর.মৎস অধিদপ্তরের প্রতিনিধি ও র‌্যাব ১ এর সদস্যরা। সারওয়ার আলম জানান, কিছু মাংস প্যাকেটে থাকার কারণে বোঝা যাচ্ছেনা এগুলো গরু,মহিষ,ছাগল নাকি শুকরের মাংস।

অভিযানে আলীবাবা সুইটসহ ৫ টি প্রতিষ্ঠানকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!