সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের নির্বাচন ৩০ এপ্রিল

সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। নির্বাচনে ৩৫ পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তফসিল অনুযায়ী দুই প্যনেলের প্রার্থীরা ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম কাস্টম হাউজ এলাকায়। কাস্টম হাউজ চত্বরে দফায় দফায় অনুষ্ঠিত হচ্ছে মিছিল ও সভা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে মিল্টন-ডিকে চৌধুরী-মোশারফ পরিষদ এবং খোকন-জাকির পরিষদ আলাদা আলাদা মিছিল সমাবশে করেছে।
মিল্টন-ডিকে চৌধুরী-মোশারফ পরিষদের সভাপতি প্রার্থী খায়রুল বাশার মিল্টন বলেন, আমরা ইতিমধ্যে ৩৫টি পদে প্রার্থী চূড়ান্ত করেছি। ১৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মজীবীদের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক এবং খোকন-জাকির পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাকির হোসেনও পূর্ণ প্যানেলে জয় আশা করছেন। তিনি বলেন, আবার নির্বাচিত হলে অতীতের মত সংগঠনের সকল সদস্যদের কল্যাণে কাজ করে যাবো।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা মাহবুব মিন্টু। কমিশনে মোট সদস্য আছেন পাঁচজন।
আগামী ৩০ এপ্রিল চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে সংগঠনের প্রায় ৫ হাজার ৫শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, গত শনিবার (৬ এপ্রিল) ছিলো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। আগামী ১৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ না হলেও শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। প্রতিটি প্যানেলের প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!