সপ্তাহে দরপতনের শীর্ষে রেকিট বেনকিজার

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসএই) গত সপ্তাহে (১৫-১৮ এপ্রিল) টপ টেন লুজার বা শেয়ারের দর পতনের শীর্ষে অবস্থান করছে রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড। গত সপ্তাহে (১৫-১৮ এপ্রিল) কোম্পানিটির শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে ২৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

লুজারের দ্বিতীয় স্থানে আছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২১ দশমিক ৯০ শতাংশ। ১২ দশমিক ৫০ শতাংশ কমে দর পতনের তৃতীয় স্থানে অবস্থান করছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। দরপতনে চতুর্থ স্থানে অবস্থান করছে জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। ১০ দশমিক ৫২ শতাংশ কমে দরপতনে পঞ্চম স্থানে অবস্থান করছে এপেক্স স্পিনিং অ্যান্ড নাইটিং মিলস।

দর কমার শীর্ষ দশের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড এবং ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!