বাজেটে দারিদ্র বিমোচন রূপকল্প বাস্তবায়নের আকাঙ্খা প্রতিফলিত হয়েছে : মহিউদ্দিন চৌধুরী

বাজেটে দারিদ্র বিমোচন রূপকল্প বাস্তবায়নের আকাঙ্খা প্রতিফলিত হয়েছে : মহিউদ্দিন চৌধুরী 1

বিশেষ প্রতিনিধি : ২০১৭-১৮ আর্থিক বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে দারিদ্র বিমোচন, রূপকল্প ২০২১ ও ৪১ বাস্তবায়নের আকাঙ্খা প্রতিফলিত হয়েছে বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী। তাই সমগ্র জাতি আজ স্বস্তি অনুভব করছে । বর্তমান সময়ে জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় অর্জন জাতীয় প্রবৃদ্ধি প্রায় সাত শতাংশ অর্জিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১জুন) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত মেগা বাজেটকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মিছিলপূর্ব জমায়েতে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি গতিশীলতার শীর্ষে পৌঁছেছে। বর্তমান বাজেটের লক্ষ্যপূরণে বাধাগুলোকে অপসারণ করা সবচেয়ে জরুরী হয়ে পড়েছে। তাই আমাদের প্রত্যেককে বাজেটের লক্ষ্যপূরণে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গীকার পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের অগ্রগতির যাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য ধ্বংসাত্মক রাজনীতি হয়েছে। তারপরও অগ্রগতি থেমে নেই। অনেক আগেই জাতীয় প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের কোটি কোটি শোষিত মানুষের মুক্তির স্বপ্ন দেখেন। তাঁর এই স্বপ্নপূরণ হলে আমরা চিরশান্তির জগতের বাসিন্দা হবে।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, হাজী জহুর আহমদ, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ইঞ্জি: মানস রক্ষিত, শহিদুল আলম, জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য এম.এ. জাফর, হাজী মোহাম্মদ এয়াকুব, আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, নজরুল ইসলাম বাহাদুর, সাইফুদ্দিন খালেদ বাহার, বখতিয়ার উদ্দিন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষান চৌধুরী, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, জাফর আলম চৌধুরী, হাজী বেলাল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফর আহমদ, থানা আওয়ামীলীগের জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, মাজহারুল ইসলাম চৌধুরী, সিদ্দিক আলম, মোমিনুল হক, টিংকু বড়ুয়া, মহানগর যুবলীগের আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামীলীগের জামাল উদ্দিন, সৈয়দ মো: জাকারিয়া, সলিম উল্লাহ বাচ্চু, আবদুর রহমান, আবদুর শুক্কুর ফারুকী, আবদুল মান্নান, এড. আইয়ুব খান, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান, আবুল বশর, এস.কে পাল, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু ও নুরুল আজিম রনি প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!