বন্দরে লস্কর নিয়োগ পরিক্ষা বাতিলে আল্টিমেটাম

বন্দরে লস্কর নিয়োগ পরিক্ষা বাতিলে আল্টিমেটাম 1এহসান আল-কুতুবী : আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে লস্কর পদে অবৈধ নিয়োগ বাতিল না করলে চট্টগ্রামবাসী লাগাতার আন্দোলন শুরু করবে বলে হুশিয়ারী দিয়েছেন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ।
যে অনিয়মের মাধ্যমে লস্কর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বাতিলেরও জোর দাবী জানান তারা ।

 

সোমবার “আমরা চট্টগ্রামবাসী”র ব্যানারে সকাল ১০টায় বন্দর ভবনের সামনে চট্টগ্রাম বন্দরে লস্কর পদে দুনীর্তি ও স্বজনপ্রীতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশে বক্তারা এ কথা বলেন ।

 

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় হয়ত মাদারীপুর জেলাকে বিভাগ আর চট্টগ্রাম বিভাগকে জেলা মনে করেছিলেন। আর এই বৈষম্যের কারনেই চট্টগ্রামের ছেলেরা নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির কাছে হেরে গেছে যার দায় ভার নিতে হবে মন্ত্রী মহোদয়কে।

 

রনি তার বক্তব্যে আরো বলেন, চট্টগ্রামের ছেলেরা জেলা কোটা অনুযায়ী যতটা চাকুরীর প্রাপ্য ততটা চাকরীই যেন তাদের প্রদান করা হয়। কেন জেলার প্রতি বৈষম্য হোক তা আমরা চাই না। আমরা চাই এই নিয়েগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনরায় নিয়োগ পরিক্ষার মাধ্যমে লস্কর পদেসহ সকল পদের পরিক্ষা নেয়া হোক। এবং সরকারী নিদের্শনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সকল নিয়োগ পরীক্ষা চট্টগ্রামেই নেয়ার দাবী জানাচ্ছি।

 

অবস্থান কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হাজী জহুর আহমদ, নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহানগর শ্রমিক লীগের সাঃ সম্পাদক মাহবুবুর রহমান এটলী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারী হাজি মো: হাসান, আবদুল মান্নান, চবি ছাত্রলীগ সা: সম্পাদক ফজলে রাব্বি সুজন, মহিলা কাউন্সিলর ফেরদৌসি আকবর, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজিজ, মেজবাহ উদ্দিন মোরশেদ, আবদুর রহীম শামীম, জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, লায়লা আকতার এটলী, ইশরাত জাহান, ফাতেমা বেগম ছাত্রনেতা আমীর হামজা, রাহুল দাস, ইসমাইল হোসেন, সাইদুর রহমান বাবু প্রমুখ।
সমাবেশে এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ এবং বন্দরের লস্কর নিয়োগ পরিক্ষায় অংশ নেয়া প্রার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহন করে বক্তব্য রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!