নৌ-যান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি পালনের হুমকি

নৌ-যান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি পালনের হুমকি 1১৫ জুলাই ২০১৭ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বন্ধ তৈলবাহী জাহাজ চালু, ভারতের কারাগারে ৮ জন এবং বাংলাদেশের কারাগারে অন্তরীণ ৮ জন শ্রমিকের নিঃশর্ত মুক্তি, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, পরিক্ষাসহ কর্তৃপক্ষের অনিয়ম-দূর্নীতি বন্ধ ও নৌ পথের নিরাপত্তাসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়্ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন-এর সভাপতি মোঃ শাহ আলম ভূইয়া ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ-এর সভাপতি হাবীব উল্লা বাচ্চু, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি জেন্নাত আলী ড্রাইভার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ওহাব মাস্টার, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রৌফুজ্জামান মিন্টু, ঢাকা ঘাট আঞ্চলিক কমিটির সভাপতি মালেক মাস্টার, সাধারণ সম্পাদক আবু সাইদ ড্রাইভার এছাড়াও মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ খোকন, আঃ রহমান মাস্টার, আব্দুর রহিম মাস্টার, তালিমুল্লা ফকির, আলাউদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ২৩ জুলাই এর মধ্যে আলোচনার মাধ্যমে ২১ দফার মীমাংসা না হলে ২৩ জুলাই থেকে তৈলবাহী, যাত্রীবাহী, পণ্যবাহী নৌ-যানের শ্রমিকরা অবিরাম কর্মবিরতি পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!