নারী উদ্যেক্তাদের উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও ভারতের নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও ইন্ডিয়ান ইকোনোকিম ট্রেড অর্গানাইজেশান।

সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এশিয়ান আরব এ্যাওয়ার্ড এন্ড কনফারেন্স ২০১৯ এ এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ড. মনোয়ারা হাকিম আলী ও এশিয়ান আরব চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট প্রিন্সেস ফা জাহানারা।

সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষেত্র বৃদ্ধি, নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক উন্নয়ন, পেশাগত ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ও ব্যবসায়িক উন্নয়নে নানা বিষয়ে গবেষণা ও পরিচালনা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইকোনোকিম ট্রেড অর্গানাইজেশান এর প্রেসিডেন্ট ড. আসিফ ইকবাল, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!