দুই দিন পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

দুই দিন টানা দরপতনের পর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। দেশের দ্বিতীয় বড় পুঁজিবাজারে (সিএসই) বৃহস্পতিবার আগের দুই দিনের তুলনায় লেনদেন ও সব ধরনের মূল্যসূচক বেড়েছে। সিএসইতে বৃহস্পতিবার ৫০ লাখ ৮ হাজার ৬৪৭টি শেয়ার ১৮ কোটি ১ লাখ ৩৪ হাজার ৬৮১ টাকায় বিক্রি হয়েছে। আগের দিন বুধবার ৪২ হাজার ২৮ লাখ ৭৬২ টি শেয়ার ১৩ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকায় বিক্রি হয়েছিল। মঙ্গলবার ৪৪ লাখ ২৪ হাজার ৮১২টি শেয়ার ১২ কোটি ৭১ লাখ ৪৪ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছিল।

বৃহস্পতিবার মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ৭৩টি কোম্পানির শেয়ারের দর এবং ২০টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তীত ছিল।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই দাঁড়িয়েছে ১৬১৪৬ দশমিক ৪৯৪৬ পয়েন্টে, যা আগের দিন বুধবারের চেয়ে শতকরা শূন্য দশমিক ৬৩৮০ ভাগ বেশি। সাধারণ মূল্য সূচক সিএসসিএক্স দাঁড়িয়েছে ৯৭৬৯ দশমিক ৮৮৪৯ পয়েন্টে; যা বুধবারের চেয়ে শতকরা শূন্য দশমিক ৬৩২৭ ভাগ বেশি। সিএসই-৩০ এর মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪৩০৫ দশমিক ৬৬৬৮ পয়েন্টে; যা বুধবারের চেয়ে শতকরা শূন্য দশমিক ৯২৩৩ ভাগ বেশি। এছাড়া সিএসই-৫০ এর মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৭৫ দশমিক ৪৯৪৪ পয়েন্টে; যা বুধবারের চেয়ে শতকরা শূন্য দশমিক ৫০৩৩ ভাগ বেশি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!