চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামায় রেকর্ড

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামায় রেকর্ড 1বিশেষ প্রতিবেদক : গত অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কন্টেইনার ওঠা-নামা হয়েছে, তা আগে কখনও হয়নি। বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংলাদেশের প্রধান বন্দরের এই রেকর্ড গড়ার খবর জানান।

 

তিনি বলেন, “সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে ২ লাখ ৩৬ হাজার ৪১৫ টিইইউ (প্রতিটি বিশ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বন্দরের ইতিহাসে এটা এক মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং।সর্বশেষ এক মাসের হিসেবে চলতি বছরের অগাস্টে ২ লাখ ৩০ হাজার ৭২৫ টিইইউ কন্টেইনার ওঠানামার রেকর্ড করেছিল চট্টগ্রাম বন্দর।

 

বন্দর সচিব ওমর ফারুক বলেন, “যন্ত্রপাতি বৃদ্ধি এবং পরিচালনা সুবিধার কারণে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে।কয়েক মাসের মধ্যে বন্দরে আরও নতুন যন্ত্রপাতি যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, এতে বন্দরের সক্ষমতা আরও বাড়বে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!