ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ

টপ টেন লুজার

সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারের দাম ১৫ দশমিক শূন্য চার শতাংশ কমে গেছে। এর ফলে সিএসইতে গত সপ্তাহে (২১-২৫ এপ্রিল) টপ টেন লুজার বা শেয়ারের দরপতনের শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সপ্তাহের শুরুতে রোববার এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৩১ টাকা। সপ্তাহ শেষে বৃহস্পতিবার প্রতিটি শেয়ারের দাম ৫০ টাকা কমে দাঁড়িয়েছে ২৮১ দশমিক ২০ টাকা।

দরপতনের দ্বিতীয় স্থানে আছে মিদাস ফিন্যান্সিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ৭৫ শতাংশ। ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ কমে দরপতনের তৃতীয় স্থানে অবস্থান করছে প্রিমিয়ার ব্যাংক। দরপতনের চতুর্থ স্থানে অবস্থান করছে এশিয়া ইন্সুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৯৩ শতাংশ। ১৩ দশমিক ৪৮ শতাংশ কমে দরপতনের পঞ্চম স্থানে অবস্থান করছে প্রভিটা ইন্সুরেন্স কোম্পানি।

এছাড়া দর কমার শীর্ষ দশের মধ্যে রয়েছে জনতা ইন্সুরেন্স কোম্পানি, আরএন স্পিনিং মিলস, ফাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিটি জেনারেল ইন্সুরেস কোম্পানি ও সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিকে, দুইদিন টানা দরপতনের পর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সিএসইতে বৃহস্পতিবার আগের দুই দিনের তুলনায় লেনদেন ও সব ধরনের মূল্য সূচক বেড়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!