হংস্বধনী রাগ বাজিয়ে সুরেলা বাঁশিতে দর্শকদের মুগ্ধ করেন ওস্তাদ আজিজুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রামের বরেণ্য ও প্রতিথযশা সাংবাদিক সিদ্দিক আহমেদ এর সম্মানে গতকাল শনিবার চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজন করেছে উপমহাদেশের প্রখ্যাত ও স্বনামধন্য বংশীবাদক ক্যাপ্টেন (অব.) ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন অনুষ্ঠান।

14881551_1272341736129918_249083455_o
নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যায় শুরুতেই ওস্তাদ আজিজুল ইসলাম, তাঁর সুরেলা বাঁশিতে দীপাবলী রাগ বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। বিলম্বিত ও দ্রুত তিন তালে দীপাবলী রাগটি ৪০ মিনিটের বেশি সময় বাজান তিনি।

 

আনুমানিক দেড় হাতের মোটা এক বাঁশীতে দীপাবলী রাগটি বাজিয়ে  উপস্থিত দর্শক শ্রোতাদের সুরের যাদুতে মন্ত্রমুগ্ধ করেন। এরপর একে একে বিলম্বিত, মধ্য ও দ্রুত লয়ে বাজাতে থাকেন হংস্বধনী রাগ, ভাটিয়ালী রাগসহ আরো বেশ কয়েকটি রাগ। যা উপস্থিত দর্শক শ্রোতাদের মনযোগ আকর্ষণ করেছেন।

 

ওস্তাদ আজিজুল ইসলামকে যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেছেন-তবলায় পিনুসেন দাশ ও তানপুরায় মো. জাহাঙ্গীর আলম।একক বংশীবাদন অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাংবাদিক শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটিয়ার সংসদ সদস্য শামসুল আলম চৌধুরী, ক্যাপ্টেন (অব.) ওস্তাদ আজিজুল ইসলাম, সাংবাদিক সিদ্দিক আহমদের ভাগিনা কবি আকতার হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সিকান্দার খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সংস্কৃতকর্মী হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাংবাদিক শামসুল হক হায়দরী, রোটারিয়ান ইলিয়াছ, শফিউল ইসলাম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, দীপঙ্কর, অমিত দাশ,বাবুন পাল প্রমুখ।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!