রুপালী গিটারের সুরের মূর্ছনায় মেতে উঠবে জামালখান

রুপালী গিটারের সুরের মূর্ছনায় মেতে উঠবে জামালখান 1এহসান আল-কুতুবী : চট্টলার কিংবদন্তি সন্তান দেশ সেরা ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর রুপালী গিটারের সুরের মুর্ছনায় মেতে উঠবে জামালখান।
তার শ্রোতাপ্রিয় গানগুলো শুক্রবার ( ২৬ অক্টোবর) জামালখান মোড়ের উন্মুক্ত ডিজিটাল স্ক্রিনে প্রদর্শনের মধ্য দিয়ে ব্যতিক্রমী স্মরণসন্ধ্যার উদ্যোগ নিয়েছেন ২১ নম্বর জামালখান ওয়ার্ডের তরুন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এছাড়াও রয়েছে তাকে নিয়ে নির্মিত বিভিন্ন ডকুমেন্টারী।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা পর্যন্ত এ আয়োজনের আনুষ্ঠানিকতা চলবে।

কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, আমাদের বেড়ে ওঠার সময় থেকে এ পর্যন্ত আমরা যত গান শুনেছি সেই সকল গানের মধ্যে বাচ্চুর গান ছিলো সবচেয়ে আবেগ প্রবন। সেই রুপালী গীটার এর মনমুগ্ধকর সুর আর হয়তো আমাদের নতুন কোন যাদু দেখাবে না। কিন্তু তার স্মৃতি থাকবে চিরদিন, চিরকাল। গানের সুর আর গিটারের মূর্ছনায় তিনি চট্টগ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কোটি ভক্তকে নাড়া দিয়েছে তার অকালমৃত্যু। তাকে স্মরনে রাখতে আমার এ ক্ষুদ্র আয়োজন। কমপক্ষে ১০ হাজার মানুষ একসঙ্গে ডিজিটাল স্ক্রিনে এ আয়োজন উপভোগ করতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!