চন্দনাইশে ৫দিন ব্যাপী প্রিন্সিপাল আবুল কাসেম বই মেলা

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে ১৭ ফ্রেবূয়ারি হতে ২১ ফ্রেবূয়ারি ৫দিন ব্যাপি ‘প্রিন্সিপাল আবুল কাসেম বই মেলা’ আয়োজন করা হয়েছে। চন্দনাইশ সদরস্থ শাহ্ আমিন পার্কে আয়োজিত মেলা প্রতিদিন বিকেল ৩টা হইতে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, কবিগান, পুথিপাঠ, জারিগান, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, যাদু প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি রয়েছে। তাছাড়া প্রিন্সিপাল আবুল কাসেম এর উপর দূর্লভ চিত্র প্রদর্শনী হবে। মেলায় ১৫টি বইয়ের স্টল থাকবে বলে আয়োজকরা জানান। মেলা উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৬ফ্রেবূয়ারি বিকেল ৩টায় আয়োজনকারী সংগঠন পিন্সিপাল আবুল কাসেম ট্রাস্ট এর পক্ষে সাধারণ সম্পাদক মাহমুদ বিন কাসেম স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আগামী প্রজন্মদের চন্দনাইশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অবগত করার উদ্দেশ্যে এ আয়োজন। তিনি এ আয়োজনে সাংবাদিক ও সকল স্তরের জনগনের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সাথে চন্দনাইশ ছাত্র সমিতির সাধারন সম্পাদক ও মেলা সমন্বয়কারী তানভীর আহামদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!