আপন ঠিকানা খুঁজে পেল লজ্জাবতী বানরটি

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের লোকালয় থেকে আটক করা বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি অবশেষে খুঁঁজে পেল তার আপন নীড়।

 

মঙ্গলবার (৭জুন) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আmirsarai banor picহমদ চৌধুরী ও জোরারগঞ্জ বিট কর্মকর্তা নুর হোসাইন চৌধুরীর সহায়তায় বানরটি মিরসরাই রেঞ্জেরে রামগড়-সীতাকুন্ড সংরক্ষিত বনাঞ্চলের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। গত রোববার সন্ধ্যায় জোরারগঞ্জ ইউনিয়নের গৌপিনাথপুর গ্রামের শফি কলোনীর একটি গাছ থেকে বানরটি আটক করে স্থানীয় লোকজন। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বানরটি উদ্ধার করা হয়।

 
জোরারগঞ্জ বনবিট কর্মকর্তা নূর হোসাইন চৌধুরী জানান, প্রাণীটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। অনেক এলাকায় একে মুখচোরা বানরও বলে। লজ্জাবতী বানর নিশাচর প্রাণী।

 

চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মজিবুল হক মেম্বার সহ স্থানীয় ব্যক্তিদের সহায়তায় মঙ্গলবার বিকেলে মিরসরাই রেঞ্জেরে জোরারগঞ্জ বিটের রামগড়-সীতাকুন্ড সংরক্ষিত বনাঞ্চলের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। তিনি আরো বলেন, লজ্জাবতী বানর সহ বনের পশুপাখি রক্ষায় স্থানীয়দের নিয়ে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে।

রিপোর্ট : ইলিয়াছ রিপন, মিরসরাই প্রতিনিধি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!