বান্দরবানে শুকিয়ে গেছে চার শতাধিক ঝিরি-ঝরনা

বান্দরবানে পাথর উত্তোলনের ফলে চার শতাধিক ঝিরি-ঝরনা নষ্ট হয়ে গেছে। নদীগুলো পানি শূন্য। নদী জীবিত থাকলেই আমাদের শ্বাস থাকবে, আর মরে গেলে মরণ অনিবার্য।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে পার্বত্য এলাকার নদী রক্ষায় বান্দরবানে অনুষ্ঠিত পার্বত্য নদী রক্ষা সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মনিরুল ইসলাম ।

জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যৌথ আয়োজনে বান্দরবানের একটি বেসরকারি কনভেনশান হলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মনিরুজ্জামান, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মালিক ফিদা আব্দুল্লাহ খান, বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, খাগড়াছড়ির জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন ।

অনুষ্ঠানে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মনিরুল ইসলাম বলেন, পার্বত্য এলাকার নদী রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে ।

পার্বত্য এলাকায় নদী রক্ষা, জলাশয়ের সমস্যা-সমাধান, উন্নয়ন ও সংরক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে দুই দিনব্যাপী এই সম্মেলনে – জানায় আয়োজক কমিটির সদস্যরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!