লামার শিলেরতুয়া-রুপসীপাড়া সড়কে গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামা পৌরসভার শিলেরতুয়া-রুপসীপাড়া সড়কের এলজিইডির সহায়তায় ১১ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ৩৬৪ টাকার ব্যয়ে ১৮৪ মিটার গার্ডার ব্রীজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এ সময় বলেন বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ভিজিডি, ভিজিএফ, একটি বাড়ি-একটি খামার প্রকল্প, সড়ক উন্নয়ন, মসজিদ-মন্দির-কেয়াং-গির্জা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সফলভাবে সম্পাদন করছে বর্তমান সরকার।

আরও উপস্থিত ছিলেন বান্দরবানে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সহকারী পুলিশ সুপার এসএম হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরÑএÑজান্নাত রুমি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ ব্যক্তিবর্গ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!