রোহিঙ্গা নারীকে পাসপোর্ট করাতে এসে দালাল ও গ্রাম পুলিশসহ ছয়জন আটক

বান্দরবানে রোহিঙ্গা নারীর পাসপোর্ট তৈরি করে দিতে এসে দালাল ও গ্রাম পুলিশসহ ছয়জন আটক হয়েছে। আটককৃতরা হলেন রোহিঙ্গা নারী সাইকা, সৈয়দ আলম, এলম খাতুন ও রাজিয়া বেগম, দালাল জাকারিয়া, গ্রাম পুলিশ চৌকিদার আবদুল মালেক।

সোমবার (২৭ মে) বিকালে পাসপোর্ট অফিসের সামনে থেকে বান্দরবান সদর থানা পুলিশ তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, সোমবার বিকালে দালাল জাকারিয়া ও গ্রাম পুলিশ আবদুল মালেক রোহিঙ্গা নারী সাইকাকে রাজিয়া বেগম সাজিয়ে বান্দরবান পাসপোর্ট অফিসে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির আসল রাজিয়া বেগম এবং তার পিতা সৈয়দ আলম ও মাতা এলম খাতুনকে আটক করে মঙ্গলবার (২৮ মে) বান্দরবান থানায় নিয়ে এসেছে।

বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, রোহিঙ্গা নারী সাইকার বাড়ি মায়ানমারের রাখাইনের মুংডু জেলার গুচিজন থানায়। মালয়েশিয়া যাবার জন্য পাসপোর্ট করাতে বান্দরবানে এসেছিলেন। কক্সবাজারের উখিয়ার পালংখালীর চাকমার কুল শরণার্থী ক্যাম্পে তিনি বসবাস করছেন। তার কাছে শরণার্থী কার্ডও রয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!