বান্দরবানে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

বান্দরবান সদর উপ‌জেলায় এনএটিপি প্রকল্প-২ এর আওতায় মৎস্য চাষ প্রযু‌ক্তি প্রদর্শণীর উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে। প্র‌তিজন চাষী‌কে ১৮২ কে‌জি মাছের খাদ্য এবং ২৪ কে‌জি পোনা মোটা সাতজনকে বিতরণ করা হয় ।

বৃহষ্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা মৎস্য অ‌ফি‌সের উ‌দ্যো‌গে সদর উপ‌জেলা প‌রিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপকরণগুলো বিতরণ ক‌রেন সাবেক উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা অ‌নিল কুমার সাহার সভাপ‌তি‌ত্বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হো‌সেন প্রিন্স, সি‌নিয়র উপ‌জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উ‌দ্দিনসহ মৎস্যচাষীরা।

প্রধান অ‌তি‌থি বক্ত‌ব্যে ব‌লেন, একসময় বাংলা‌দে‌শে পুকুর ভরা মাছ থাক‌লেও তা বিলু‌প্তির প‌থে ছিল। কিন্তু বর্তমান সরকা‌রের আন্ত‌রিকতায় প্র‌তিবছর মৎস্য চাষীদের বিনামূ‌লো মা‌ছের পোনা বিতরণ করা হ‌চ্ছে। এর ফ‌লে আ‌গের মতই পুকুর মা‌ছে ভরপুর হ‌য়ে‌ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!