বান্দরবানে পার্বত্য নদী রক্ষা সম্মেলন ১৯ এপ্রিল থেকে

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নদীগুলোকে উন্নয়ন ও রক্ষার লক্ষ্যে ১৯ এপ্রিল শুক্রবার থেকে বান্দরবান জেলা সদরে পার্বত্য নদী রক্ষা সম্মেলন শুরু হবে।

১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মনির হোসেন সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৫টায় সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় নদী কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বৈজ্ঞানিক সেশন। পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা ও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, নদীগবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যৌথ উদ্যোগে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!