কঠোর নিরাপত্তায় বান্দরবানে বৈশাখী পূর্ণিমা পালিত

বান্দরবানে বৈশাখী পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের প্রধান সড়কগুলোতে মঙ্গল শোভাযাত্রা বের করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে বৈশাখী পূর্ণিমা।
শনিবার (১৮ মে) সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, জাম পাতা এবং বৃক্ষ সজ্জিত টাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শেষে রাজগুরু বিহারে সবািই সমবেত প্রার্থনায় মিলিত হয়। এ সময় ধর্মীয় উপদেশ দেন উজানীপাড়া বিহারের অধ্যক্ষ ড. সুওয়াইন্না মহাথের।

এ সময় অনেকে পঞ্চ ও অষ্টশীল গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন বোমাং সার্কেল চিফ রাজা উ উ চ প্রু চৌধুরী ও সাবেক জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী। প্রার্থনা শেষে বিহারের বোধিবৃক্ষে চন্দন জল ঢালেন অতিথিবৃন্দ।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!