হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল 1আজিজুল ইসলাম : দেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ২৭ জানুয়ারী (শুক্রবার) মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হবে। দেশের সর্ববৃহৎ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ওই অনুষ্ঠানে সমকালীন মুসলিম বিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক বিষয়ে কুরআন-হাদীস ভিত্তিক দিক-নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখবেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ।
মাহফিলে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ হেদায়াতি বক্তব্য ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন দারুল উলূম হাটহাজারী মাদ্রসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। মাহফিল শেষে একই দিন বাদ এশা দস্তাবন্দী সম্মেলন বা বিশেষ সমাবর্তনে গত বছরের দাওরায়ে হাদীস (টাইটেল) উত্তীর্ণ প্রায় আড়াই হাজার তরুণ আলেমকে বিশেষ সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য এর মধ্যেই দেশের প্রত্যন্তঅঞ্চল থেকে হাজার হাজার উলামা-মাশায়েখ ও মুসলিম উপস্থিত হয়ে মাদ্রাসা ক্যাম্পাস, স্থানীয় আবাসিক হোটেল ও আশ-পাশের এলাকায় অবস্থান করছেন। সম্মেলন উপলক্ষে মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত আমির আল্লামা শাহ্ আহ্মদ শফী সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি সম্মেলনে অংশগ্রহণ করে মাদ্রাসার বহুমুখী ধর্মীয় প্রচার কার্যক্রম পরিদর্শন করার আহ্বান জানান। #

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!