‘লাল চান্দা’ নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

নামে রূপচাঁদা ও লাল চান্দা বলা হলেও আসলে এসব মাছ নিষিদ্ধ পিরানহা। দাম কম বলে নিম্নআয়ের মানুষের কাছে এসব মাছের চাহিদা একটু বেশি। এ সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। এমন খবর পেয়ে প্রায় ২০ কেজি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি বলেন, বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে পিরানহা মাছ সংগতিপূর্ণ নয়। এগুলো রাক্ষুসে স্বভাবের। অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ। এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

স্থানীয়দের অভিযোগ হাটহাজারী উপজেলার আমানবাজার, লালিয়ারহাট, কাটিরহাট, সরকারহাট, হাটহাজারী সদর, চৌধুরী হাটেও এসব মাছ বিক্রি করে অবাধে।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদার আসপাশ এলাকায় পিরানহা মাছের চাষ যেন না হয় সেটিকে লক্ষ্য রাখতে হবে। এ মাছ হালদায় ছড়িয়ে পড়লে হালদা নদীর জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। তাই আমাদের সজাগ থাকতে হবে এ মাছের বিস্তার যেন ঘটতে না পারে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm