করোনা—চট্টগ্রামে একদিনেই ৬০ জন হোম কোয়ারেন্টাইনে

সৌদি আরব থেকে ওমরা হজ সম্পন্ন করে ফেরার পর চট্টগ্রামে আরো ৫৬ ব্যক্তিকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। বিভিন্ন উপজেলার ৪ ব্যক্তিকে যারা ইতালি সহ অন্য দেশ থেকে এ দেশে ফিরেছেন তাদেরও পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এ নিয়ে চট্টগ্রামের হোম কোয়ারেন্টাইনে আছেন ৯১ ব্যক্তি।

বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী চট্টগ্রাম প্রতিদিনকে জানান, গত ২৪ ঘন্টায় আমরা আরো ৬০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। যাদের মধ্যে ৫৬ ব্যক্তি মঙ্গলবার রাতে পবিত্র ওমরা হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন।

এক প্রশ্নে জবাবে তিনি জানান, চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রামে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রচুর বিদেশি কর্মরত থাকায় চট্টগ্রাম করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে আছে। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনার কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!