রামদা পাথর লাঠি উদ্ধার—চবির আবাসিক হলে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে রামদা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এতে কাউকে আটক করা হয়নি।

বুধবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পুলিশের সহায়তায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৯ টি রামদা, ১ বস্তা পাথর, বেশ কিছু লাঠিসোঁটা।

জানা যায়, হলের পরিবেশ ঠিক রাখা ও শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখার জন্য হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে কাউকে আটক করা না হলেও অন্য হলের সাথে সংযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে পাওয়া যায়।

পরবর্তীতে এই হলে অবস্থান করবেনা এই মর্মে মুচলেকা দিয়ে তারা হল ত্যাগ করে।

এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের হলগুলোতে বৈধ ছাত্রদের থাকার নিশ্চিয়তা দেয়ার জন্য এবং হলের পরিবেশ ঠিক রাখার জন্যে রুটিন কাজের অংশ হিসেবে হলে অবৈধ কেউ আছে কিনা চেক করছি। আমাদের এই ধরনের কাজ চলতেই থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথভাবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করে। এসময় কিছু রামদা, লাঠিসোঁটা উদ্ধার করা হয়।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm