বাংলা ২য় পরীক্ষায় আসেনি ৩৯৭ জন পরীক্ষার্থী

এসএসসি

২০২০ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ০.৩৩ শতাংশ।

বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার মোট পরীক্ষার্থীর মাঝে ৩৯৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়নি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১৯৬টি কেন্দ্রে ১ লাখ ২০ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৫০১ জন পরীক্ষার্থী।

এদিকে চট্টগ্রামে ৮৭ হাজার ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৬ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিল ২৮৪ জন।

কক্সবাজারে ১৭ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৭ হাজার ৭৮৮ জন এবং অনুপস্থিত ছিল ৬২ জন।

রাঙামাটি জেলায় ৬ হাজার ৩৮৪ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৩৭২ জন। অনুপস্থিত ছিল ১২ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ২২২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ১৯৫ জন এবং অনুপস্থিত ছিল ২৭ জন।

বান্দরবান জেলায় ৩ হাজার ২১৩ জনের মধ্যে অংশ নেয় ৩২০১ জন এবং অনুপস্থিত ছিল ১২ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রামে এবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৭ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!