চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এমরান হোসেন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১৮ আগস্ট) রাতে করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামে ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (১৯ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ। এমরান হোসেন ভালুকিয়া গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, এমরান মাদকাসক্ত ছিলো। তাকে কয়েকবার বিদেশ পাঠানোর পর দেশে ফিরে আসে। এনিয়ে তার মায়ের সঙ্গে প্রায়সময় বাকবিতণ্ড হতো।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর কবির। তিনি বলেন, এমরানের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। এলাকাবাসীর উপস্থিতিতে দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ