খাগড়াছড়িতে কৃষক মাঠ স্কুলের সদস্যদের পাওয়ার টিলার বিতরণ

খাগড়াছড়ি জেলা সদরের কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও সরঞ্জামাদি বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার (২ জুলাই) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ইউএনডিপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এসআইডি-সিআইটি প্রকল্পের আওতায় জেলা সদরের কৃষকদের জন্য ১৮টি পাওয়ার টিলার ও ১৬টি সেচ পাম্প বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান। বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মিস শামসুন্নাহার, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মর্ত্তুজ আলী, ইউএনডিপি (এসআইডি-সিএইচটি) ম্যানেজার প্রিয়তর চাকমা প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!