চরমপত্র/ জুলাইয়ে গ্যাস সংযোগ না দিলে কর্ণফুলী এমডিকে চলে যেতে হবে

চলতি জুলাই মাসের মধ্যে অনুমোদিত ও জামানতে অর্থ পরিশোধকৃত অপেক্ষমান ২৫ হাজার গ্রাহকের আবাসিক সংযোগ না দিলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে চেয়ার ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আজ সোমবার (১ জুলাই) সকালে ষোলশহরস্থ কেসিডিসিএলের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এ হুঁশিয়ারি দেন।

অপেক্ষমান ২৫ হাজার গ্রাহকের আবাসিক সংযোগ কর্ণফুলী গ্যাস কোম্পানি কর্তৃক বন্ধ রাখার প্রতিবাদে এবং দ্রুত এই ২৫ হাজার আবাসিক সংযোগসহ বর্ধিত চুলায় গ্যাস প্রদানের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সকাল ১০টা থেকে স্বতঃস্ফুর্তভাবে ঠিকাদার-গ্রাহক ও সাধারণ জনগণের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি গণসমাবেশে পরিণত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের আজকের অবস্থান কর্মসূচি কেজিডিসিএলের বিরুদ্ধে। তারা চার বছর আগে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করে আজ পর্যন্ত আবাসিক সংযোগ দেননি। এটা শুধু অমানবিক নয়, গ্রাহকের সঙ্গে প্রতারণা ও অপরাধও বটে। কর্ণফুলী গ্যাস কোম্পানী কর্তৃপক্ষের কাছে গ্রাহকরা বার বার ধর্না দিয়েও গ্যাস সংযোগ না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আবাসিক গ্যাস সংযোগের ব্যাপারে যদি সরকারের নিষেধাজ্ঞা থেকেই থাকে, তবে কেন হাজার হাজার গ্রাহককে গ্যাস সংযোগ কাজের অনুমোদন দিয়ে এবং কোটি কোটি টাকা জামানত সংগ্রহ করা হলো? এই রহস্য উন্মোচন করা আবশ্যক। কেজিডিসিএলের সর্বশেষ প্রতারণা হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে অনুমোদন দিয়ে এবং প্রতিটি গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা সংগ্রহ করে সংযোগ প্রদান বন্ধ রাখা।’

সমাবেশে রেজাউল করিম আরো বলেন, ‘রাস্তা কর্তনের ক্ষতিপূরণের টাকা খরচ করিয়েছে কেজিডিসিএল। অতএব এই কেজিডিসিএলকেই আবাসিক সংযোগ দিতে হবে। এর কোন বিকল্প নেই। কেজিডিসিএল এই জুলাই মাসের মধ্যে সংযোগ প্রদানে ব্যর্থ হলে এমডিকে চেয়ার ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে। চট্টগ্রামে অপেক্ষমান ২৫ হাজার সংযোগসহ বর্ধিত চুলায় গ্যাস প্রদানে প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের আন্দোলন কেজিডিসিএলের বিরুদ্ধে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কিছু সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তা আবাসিক সংযোগ না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

সংগঠনের যুুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বাক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক আন্দোলনের কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র অধ্যাপক রেখা আলম, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ সগীর আহমদ। সংগঠনের সদস্য সচিব একেএম অলিউল্লাহ হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সুফী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সরোয়ার আলম, কেজিডিসিএল ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী, সংগঠনের যুগ্ম সদস্য সচিব মানিক হাওলাদার, সেলিম হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য নবী চৌধুরী উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এমএ মন্নান খান, ঠিকাদার সমিতির সভাপতি ইকরাম চৌধুরী প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!