প্রাথমিকে শিক্ষক নিয়োগ/শেষ ধাপে আজ অংশ নিচ্ছেন ৪৯১৮৯ জন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চট্টগ্রামে আবেদন জমা পড়েছে ৯৮ হাজার ৯৭০টি। চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার তৃতীয় ধাপে অর্ধলাখ পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ছিল ১৪ হাজার ২০৪ জন। এবারে চতুর্থ ও শেষ ধাপে অংশ নেওয়ার কথা রয়েছে ৪৯ হাজার ১৮৯ জনের।

আজ শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে। গতবারের মতো নগরীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। শেষ ধাপে আটটি উপজেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে দেখা গেছে, তৃতীয় ধাপের ১০টি উপজেলায় পরীক্ষা নেওয়া হলে তাতে অনুপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অফিসার নুর মোহাম্মদ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, চট্টগ্রামে ২ হাজার ২৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক বেশি শূন্যপদের বিপরীতে পরীক্ষা নেওয়া হয়েছে। বলতে গেলে, একটি পদের বিপরীতে প্রায় ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘তৃতীয় ধাপের পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে আমরা কড়া নজরদারি রেখেছি। পাশাপাশি প্রশাসনও সর্তক ছিল। দুয়েকটি বিছিন্ন ঘটনা ঘটলেও আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পেরেছিলাম। আশা করছি, শেষ ধাপেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যাবে।’

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!