টেলিফিল্ম ‘জীবনের মূল্য’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে নির্মিত টেলিফিল্ম জীবনের মূল্য এর প্রিমিয়ার শো শুক্রবার (২১ জুন) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পুলকরাজ সেন গুপ্ত। এটি রচনা করেন জাহাঙ্গীর আলম সোহেল, চিত্রগ্রহণ করেছেন সঞ্জয় ও মন্টু, সম্পাদনায় ছিলেন মফজল আহমদ মির্জা, টাইটেল মিউজিক করেছেন শিল্পী আপন আহসান, টাইটেল মিউজিক কম্পোজ করেছেন বর্নো চক্রবর্তী, রূপসজ্জায় ছিলেন বাবুল ভান্ডারী।

পরিচালনায় ছিলেন পুলক সেন গুপ্ত ও রেজাউল করিম চৌধুরী প্রযোজনায় ছিলেন রাজ খাঁন ও সোহেল। অভিনয়ে ছিলেন রেবেকা, তুলি চৌধুরী, সোহেল, রাজ খাঁন, সাদিকা, ফোরকান সিকদার, রহিম চৌধুরী, রানা খাঁন, টিনা, ফারজু, আলী, সাগর শাহ্, জনি,বাবুল ভান্ডারী, প্রিয়াঙ্কা, জেসমিন, এস.বি.খাঁন, বাবু, কামাল, বাবু, ফরহাদ, গোবিন্দ।

টেলিফিল্মটি শুটিং করা হয়েছে চট্টগ্রামের কাপ্তাই, বোয়ালখালী, হালিশহর, জিলাপী পাহাড় এলাকায়।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!