রাউজানে কর্মস্থল থেকে এক স্কুল নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজানের উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নৈশপ্রহরীর নাম জাহাঙ্গীর আলম (৫৮)। তিনি উত্তর সর্তা গ্রামের স্থায়ী বাসিন্দা।

বুধবার (১৯ জুন) সকালে হলদিয়া ইউনিয়নের ওই উচ্চ বিদ্যালয় থেকে জাহাঙ্গীরের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কেফায়েত উল্যাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেছে। জাহাঙ্গীর দীর্ঘ ২০ বছর যাবৎ ওই স্কুলে নৈশপ্রহরীর চাকরি করছিলেন। কারো সাথে কোন ঝামেলা বা শত্রুতা রয়েছে কী না এ বিষয়ে স্থানীয়দের কেউ কিছু বলতে পারেননি।

তিনি আরো বলেন, তিনি অবিবাহিত ছিলেন। কারো সাথে খুব একটা ঝামেলায় যেতেন না। তবুও আমরা তদন্ত করছি এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি কেফায়েত উল্যাহ।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!