সদরঘাটে গ্রিলকাটা চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

নগীরর সদরঘাট এলাকায় ট্রান্সপোর্ট অফিসে চুরির ঘটনায় আনোয়ার হোসেন (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) দুপুরে খুলশীর ঝিলের পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন গ্রিলকাটা চোর চক্রের মূলহোতা বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ফারুকী। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‌‌‘২৩ এপ্রিল সদরঘাটের কদমতলী শুকতারা ট্রান্সপোর্ট অফিসের রান্না ঘরের জানালার গ্রিল কেটে অফিসে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করার নির্দেশ দেন এই আনোয়ার হোসেন। সে নগরীর বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১৫০ বাসা-বাড়ি ও অফিসের গ্রিল কেটে চুরির ঘটনার সাথে জড়িত।
তিনি আরও বলেন, আসামি আনোয়ার হোসেন চোর চক্রের সক্রিয় সদস্যা বলে সে আমাদের কাছে স্বীকার করেছে। এছাড়া সে ৫ থেকে ৭ বছর ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসা-বাড়ি ও অফিস কক্ষের গ্রিল কেটে চুরি করার কথাও স্বীকার করেছে।

এর আগে ট্রান্সপোর্ট অফিসে চুরির ঘটনায় খোকন ও রুবেল নামে চোর চক্রের দুই সদস্যাকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার হোসেন চোর চক্রের মূলহোতা উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে আসামি খোকন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!