খোলা আকাশের নিচে পড়ে আছে ডিলারের সার

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে ডিলারের ইউরিয়া সার খোলা আকাশের নিচে ট্রিপল দিয়ে ঢেকে স্টক করে রাখা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সরিজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের ডরমেটরী এলাকায় একটি টিনের ঘরের পাশে কয়েকশত ইউরিয়া সারের বস্তা ট্রিপল দিয়ে ঢেকে স্টক করে রাখা হয়েছে।

বিলাইছড়ি বাজারের সারের ডিলার মো. ওয়াইজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন জায়গায় প্রায় ৫ শত বস্তা ইউরিয়া সার মজুত রয়েছে। এগুলো কৃষকদের বিতরণের সুবিধার্থে বিভিন্ন জায়গায় রেখেছি।ডরমেটরিতে খোলা আকাশের নিচে ট্রিপল দিয়ে ঢেকে রাখা ইউরিয়া সার নষ্ট হবে না বলে জানান তিনি।

এ বিষয়ে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনীতি ভট্টচার্য্য জানান,খোলা আকাশে রাখা সার পানিতে ভিজে না গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ডিলারকে খোলা স্থানে রাখা সব সার গুদামজাত করার জন্য নির্দেশ দেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য,গত বছর বর্ষায় জুমচাষী কৃষকদের ইউরিয়া সারের ঘাটতি ছিল বলে জানা গেছে। কিন্তু সারের ডিলার ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান বিগত ৫-৬ বছর আগে এক বছর সারের ঘাটতি ছাড়া পরবর্তী বছরগুলোতে আর কোন ঘাটতি ছিল না।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!