বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চমেক হাসপাতালের আগুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২০ মে) রাত সাড়ে অটটার দিকে ছয় তলায় ৩২ নম্বর নবজাতক পরিচর্যা বিভাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকান, চন্দনপুর ও আগ্রাবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এগুনের কারণে এসি থেকে ধোঁয়া বের হয়। বেশি ধোঁয়া বের হওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহসেন উদ্দিন আহমেদ বলেন, শিশু বিভাগে ৩২ নম্বর এসি থেকে ধোঁয়া বের হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!