বন্দরে পণ্য উঠানামা করার সময় ট্রলি চাপায় আলী আজগর (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১২ মে) দুপুর পৌণে ১২টার দিকে বন্দরের এক নম্বর ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিবন্ধিত শ্রমিক ছিলেন। তিনি ভোলার দৌলত খাঁ গ্রামের মফিজুল হকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম বন্দরের এক নম্বর ইয়ার্ডে কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ করার সময় পেছনের দিক থেকে একটি ট্রলি আলী আজগরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুপুর পৌণে দুইটার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএইচ/এএইচ