মাসিক সম্মানীর পুরো টাকা অস্বচ্ছল শিক্ষার্থীদের বিতরণ করেন সিটি মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর মাসিক সম্মানীর পুরো টাকা অস্বচ্ছল শিক্ষার্থীসহ অসুস্থ রোগীদের মধ্যে বিতরণ করেন। মেয়র হিসেবে চসিকের দায়িত্ব গ্রহণের পর থেকে বুধবার (৮ মে) পর্যন্ত ৩২২ জন ব্যক্তির মাঝে তাঁর সম্মানীর প্রায় ৫৫ লাখ টাকা বিতরণ করা হয়।

উল্লেখ্য, সিটি মেয়র মাসিক সম্মানী হিসেবে প্রতি মাসে পান এক লাখ ৩৫ হাজার টাকা। এই টাকা বিতরণের দেখভাল করেন চসিকের অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী। সাহায্যপ্রার্থী কেউ যাতে খালি হাতে না ফেরেন-এটাই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিশেষ বার্তা বলে জানান হুমায়ুন কবির।

এছাড়া সিটি মেয়র করপোরেশনের গাড়ি, তেল কিংবা চালকও নেন না। নিজের গাড়িতে করে চলাফেরা করেন। এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, আমি রাজনীতি করছি নগরবাসীর কল্যাণের জন্য। কিছু পাওয়ার জন্য মেয়র হইনি। সমাজের অস্বচ্ছল মানুষের কল্যাণে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। এই সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার ও চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!