৯ কেজি স্বর্ণসহ শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা কর্মী গ্রেফতার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনে কর্মরত নিরাপত্তা কর্মী মো. বেলাল। এই দায়িত্ব পালনের আড়ালে দীর্ঘদিন ধরে কাজ করতেন তিনি স্বর্ণ চোরা কারবারিদের সহযোগি হিসেবে। বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে স্বর্ণের বড় চালানসহ তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়।

শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে।

স্বর্ণের বড় চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিমানবন্দর সূত্র জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। খবর পেয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে আটক করে। বেলাল ওই স্বর্ণগুলো বিমানবন্দর থেকে বাইরে বের করতে মোটা অংকের টাকা লেনদেন করেন। উদ্ধার হওয়া ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় সিএমপির পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!