৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, পরীক্ষাও স্থগিত

করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুধবার (১৮ মার্চ) থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আবাসিক হল ও শাটল ট্রেন চলাচলও থাকবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বন্ধের সময় পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে। এছাড়া ১৮ মার্চ দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় আবাসিক হল ও শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!