৯১ বছর বয়সেও বয়স্কভাতা জোটেনি গুনু মিয়ার

গুনু মিয়া, বয়স ৯১ বছর। কানেও তেমন শুনেন না, কর্মশক্তিও নেই। তবুও জীবিকা নির্বাহের জন্য বৃদ্ধ বয়সেও তাঁকে বাধ্য হয়ে করতে হচ্ছে ক্ষেত-খামারে কাজ। এ বয়সে এসে এতো কাজ-কর্ম করলেও এখনো বয়স্কভাতা জোটেনি তাঁর কপালে। বলছিলাম লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া বেতুয়া পাড়ার মৃত নিয়ামত আলীর ছেলের কথা। তার স্ত্রী ফাতেমা খাতুনের বয়সও প্রায় ৮২ বছর। কিন্তু স্বামী-স্ত্রী কেউ কোনো প্রকার সরকারি ভাতা পাননি।

গুনু মিয়া বলেন, ‘এলাকায় তার ২৫/২০ বছরের ছোটরা বয়স্কভাতা পায়। কিন্তু তারা স্বামী-স্ত্রী কেউ বয়স্ক ভাতা পায় না।’

জানা যায়, ৪ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক গুনু মিয়া। ছেলে-মেয়েরা যে যার সংসার নিয়েই ব্যস্ত। মা-বাবার খোঁজ খবর রাখেন না। নিজের জায়গা জমি না থাকায় বর্গায় চাষাবাদ করতেন তিনি। এখন বয়স হওয়ায় তা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, বয়স্কভাতা পেতে আবেদন করলে আগামী অর্থ বছরে গুনু মিয়ার নাম তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!