চকরিয়ায় ৮৫ হাজার টাকা জরিমানা, ২১ মণ খেজুর ধ্বংস

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার (১৩ মে) বিকালে চকরিয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

এ বিষয়ে শিবলী নোমান বলেন, মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১ মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া মুদির দোকানে মূল্যতালিকা না টাঙ্গানোয় ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে বিভিন্ন দোকান বসানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় সাথে ছিলেন উপজেলা কার্যালয়ের কর্মকর্তা রতন পাল, চকরিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!