৮১ দিনের জন্য রাতের অন্ধকারে ডুবতে যাচ্ছে কক্সবাজারের বিভিন্ন এলাকা

রেললাইন প্রকল্পের নির্মাণ কাজের কারণে ৮১ দিনের জন্য উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকা রাতের অন্ধকারে ডুবতে যাচ্ছে। রোববার (২৩ মে) থেকে শুরু হওয়া এ লোডশেডিং চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ২৩ মে থেকে আগামী ১২ আগস্ট সন্ধ্যা ৬টা হতে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও কিছু কিছু এলাকায় লো-ভোল্টেজ হতে পারে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির স্মারক পত্র ২৭.১২.২২৯৪.৫১৫.১০০.১১.২১.৫৮১ মূলে বিষয়টি জানিয়েছেন।

উখিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম সারোয়ার মোর্শেদ বলেন, চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজে ১৩২ কেভি টাওয়ার নির্মাণ ও স্থানান্তরের জন্য দোহাজারী হতে কক্সবাজার পর্যন্ত ২টি সঞ্চালন লাইনের মধ্যে ১টি লাইন বন্ধ থাকবে। তাই ২৩ মে হতে ১২ আগস্ট পর্যন্ত সন্ধ্যা ৬টা হতে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবাহ বন্ধ থাকবে। জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটে সকলের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!