৭ হাসপাতাল ও সিএমপিকে পিপিই দিলো কেডিএস

করোনা চিকিৎসায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে চট্টগ্রামের শিল্পগ্রুপ কেডিএস। হাসপাতালের পাশাপাশি নগর পুলিশের দক্ষিণ জোনের কর্মকর্তাদেরও পিপিই বিতরণ করা হয়।

শনি ও রোববার (২৮ ও ২৯ মার্চ) হাসপাতালগুলোতে গিয়ে কেডিএস গ্রুপের কর্মকর্তারা পিপিই পৌঁছে দেন।

কেডিএস থেকে পিপিই প্রাপ্ত হাসপাতালগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ হসিপটাল, সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, রয়েল হাসপাতাল ও সারজিস্কোপ হাসপাতাল।

কেডিএস গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান সাইফুল আবেদীন এবং বিজ্ঞাপন ও বিপণন বিভাগের প্রধান সাজ্জাদ আল মামুনের সমন্বয়ে গঠিত একটি টিম হাসপাতালের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিকট এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

পিপিই পেয়ে সংশ্লিষ্টরা এ সময়ে কেডিএস গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন।

এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!