৭৮ ঘন্টা পর সচল বন্দর কন্টেইনার ডিপো

শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিয়োগপত্র দেওয়ার আশ্বাসে ৭৮ ঘন্টা পর বেসরকারি কন্টেইনার ডিপোর চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিকরা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরে টানা ৪ ঘন্টা ত্রিপক্ষীয় এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এরআগে বুধবার সকাল ৮টা থেকে বেতন বৃদ্ধি ও নিয়োগপত্রের দাবিতে ধর্মঘট শুরু করেছিলেন ১৯টি বেসরকারি ডিপোর কন্টেইনারবাহী গাড়িচালক ও সহযোগীরা। এতে বন্দর থেকে ডিপোতে আমদানি পণ্যভর্তি কন্টেইনার নেওয়া এবং ডিপো থেকে বন্দরে রফতানি পণ্যভর্তি কন্টেইনার আনা বন্ধ হয়ে যায়।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, শনিবার দুপুর ২টার দিকে বন্দরের চেয়ারম্যান ও এমপি মহোদয়ের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক করা হয়। টানা ৪ ঘন্টা এই বৈঠকে চালক ও শ্রমিকদের আগামী ২১ দিনের মাথায় নিয়োগপত্র দেওয়ার আশ্বাসে মূলত এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ, স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফ ও শ্রমিক নেতারা।

মুআ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!