৭০ সোমালিয় সেনা হত্যা করে শহর দখলের দাবি আল-শাবাবের

৭০ সোমালিয় সেনা হত্যা করে শহর দখলের দাবি আল-শাবাবের 1আন্তর্জাতিক ডেস্ক : অন্তত ৭০ জন সেনাকে হত্যা করে সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুণ্টল্যান্ডের একটি শহর দখল নেয়ার দাবি করেছে জঙ্গি সংগঠন আল-শাবাব।
এক বিবৃতিতে সোমালিয়ার সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার আফ-উরুর সেনা ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা।

এ সময় বোমা হামলা ও দু’পক্ষের গোলাগুলিতে সেনা হতাহতের ঘটনা ঘটে। এলাকাটি জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকায় এবং তাদের হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, এলাকাটি নিয়ন্ত্রণে নেয়ার পর জঙ্গিরা সেনা ঘাঁটির ভেতরের অস্ত্র ও যুদ্ধযান নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি সেখানকার টেলি যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন পুন্টল্যান্ডের স্থানীয় গভর্নর। তিনি আরো জানিয়েছেন, এলাকাটি পুনর্দখলে এরইমধ্যে সেখানে সেনা অভিযান শুরু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!