৭০ এর মধ্যে ৬৩টিতে অতিরিক্ত পণ্য: ১৬টিকে জরিমানা ৪৭ যানবাহনকে মামলা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় প্রায় পরিবহণে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের অভিযোগ দীর্ঘদিনের। পণ্য বোঝাইয়ের কারণে এ মহা সড়কে দুর্ঘটনা লেগে থাকে প্রায়ঃশ।

 

এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীনের নের্তৃত্বে বিশেষ এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।  রোববার দুপুরে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট নামক স্থানে এ অভিযান চলে কয়েক ঘন্টা ধরে।

অভিযান চলাকালে এ সড়কে মোট ৭০টি পণ্যবাহী গাড়ির13700031_10154070983744843_4596195210743642852_n মালামালের ওজন পরীক্ষা করা হয়। এসময় ৬৩টি গাড়িতে অনুমোদনের চেয়ে চার থেকে ১২ টন পর্যন্ত অতিরিক্ত পণ্য পাওয়া যায়।

 

 

ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য বোঝাইয়ের অভিযোগে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫৪ ধারায় ৪৭ টি গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আরও ১৬টি ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেন তিনি।

 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন বলেন, অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে মহাসড়কে চালকরা নি13731658_10154070983784843_6265687597848386109_nয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। সাধারণ যাত্রী ও এলাকাবাসীর দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুর থেকে মোটযান অধ্যাদেশ-১৯৮৩ আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযানকালে ৭০টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করা হয়। এ সময় দেখা যায় ৬৩ টি গাড়ি অনুমোদিত ওজনের তুলনায় ৪ থেকে ১২ টন পর্যন্ত অতিরিক্ত পন্য পরিবহন করছে।

 

এর মধ্যে ১৬ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিককে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩’র ১৫৪ ধারা অনুযায়ী ১৬ হাজার টাকা জরিমানা  এবং মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫৪ ধারায় ৪৭ টি গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!